আহতদের সাহায্য এগিয়ে যাওয়া ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১০:৩৫ এএম 1.8k Shares 1.8k 3 1 গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের সহায়তা করতে যাওয়া এক ফিলিস্তিনি নার্সকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, রাজান আল নাজ্জার নামে ২১ বছর বয়সী ওই নার্স খান ইউনিসে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই হত্যাকাণ্ডের পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। আল কুদরা বলেন, নাজ্জার ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী। তার বুকে গুলি লাগার সময় তিনি চিকিৎসাকর্মীদের সাদা ইউনিফর্ম পরা ছিলেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, একজন আহত ব্যক্তিকে সহায়তা করতে গেল তাকে গুলি করে হত্যা করে স্নাইপাররা। তিনি বলেন, সাদা ইউনিফর্ম পরা নাজ্জার তার দুই হাত উপরে উঠিয়ে আহতদের সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরাইলি সেনারা তার বুকে গুলি করলে তিনি মাটিতে লুকিয়ে পড়েন। ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, শুক্রবার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪০জনের শরীরে তাজা গুলি লেগেছে। ৭
Posts
O Cheri O Cheri || ও ছেরি ও ছেরি || Ft Pagla Imran Fusion by Charpoka
- Get link
- Other Apps
Allah Made Everything - Zain Bhikha (Official Video) feat. Omar Regan & ...
- Get link
- Other Apps
Heal the World - Zain Bhikha - Official video 2011
- Get link
- Other Apps
Rohingya Refugee Relief - ICNA Relief Canada's Response
- Get link
- Other Apps